ইসলাম টাইমস ডেস্ক: এবার আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয় প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছে তাদেরই জোটের শরিক জাতীয় পার্টি (জেপি-মঞ্জু)। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম এ অভিযোগের কথা বলেন।
তাদের দলের কয়েকজন প্রার্থীর প্রচারে বাধা ও হামলার অভিযোগ তুলে শহীদুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ কুড়িগ্রাম-৩ আসনে তাঁদের দলের প্রার্থীর গাড়িতে হামলা করে ভাঙচুর চালিয়েছে। এতে প্রার্থীসহ ৫ থেকে ৬ জন আহত হন। ওই নির্বাচনী এলাকার বেশ কয়েকটি জায়গায় প্রচার চালাতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া ঢাকা-৬ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সুব্রত চৌধুরীর ওপর যে রাজনৈতিক প্রতিপক্ষ হামলা করেছে সেই একই প্রতিপক্ষ আমাদের প্রার্থীর ওপরও হামলা করেছে। আমরা এসব বিষয়ে সচিবের কাছে প্রতিকার চেয়েছি।
আপনাদের প্রার্থীর ওপর কারা হামলা করেছে জানতে চাইলে শহীদুল ইসলাম বলেন, কুড়িগ্রামে আমাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগই এই হামলা চালিয়েছে। আর ঢাকা-৬ আসনে আমাদের প্রতিপক্ষ হচ্ছে লাঙল। তিনি জানান, এসব হামলার বিষয়ে তাঁরা শরিক দলের সিনিয়র নেতাদের সঙ্গেও যোগাযোগ করেছেন।
এইচএম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (প্রতীক লাঙল) বর্তমান সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। তফসিল ঘোষণার পর এই প্রথম শরিক কোনো দলের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হলো।
শহীদুল ইসলাম বলেন, জোটের মধ্যে যেসব আসন ছেড়ে দেওয়া হয়েছে সেখানে প্রচারণায় খুব একটা সমস্যা হচ্ছে না। তবে, উন্মুক্ত আসনগুলোতেই এই হামলার ঘটনা ঘটছে।
অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া প্রয়োজন উল্লেখ করে জেপির মহাসচিব বলেন, এবারের সংসদ নির্বাচনটি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। এজন্য এই নির্বাচন এই সরকারের জন্য একটি চ্যালেঞ্জ। এবারের নির্বাচন সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক অনুষ্ঠিত করতে পারলে ভবিষ্যতে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না।
