ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ধানমণ্ডিতে আ.লীগের মিছিলে গিয়ে হার্ট অ্যাটাক করে রাস্তায় মৃত্যু বরণ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো.নজীবুর রহমান।
ঢাকা-১০ আসন আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী এলাকায় মিছিল করছিলেন তিনি। মিছিলটি ধানমণ্ডির রাইফেল স্কয়ারে পৌঁছার পর হঠাৎ রাস্তায় ঢলে পড়েন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এ সময় ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, নজীবুর রহমান মিছিলের মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান।
শুক্রবার নজীবুর রহমানের জানাজা হবে। আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
