ইসলাম টাইমস ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর কোন প্রকার ভোট চুরির চেষ্টা করা হলে সচেতন জনতা কঠোর হস্তে দমন করবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল-৫ আসনে হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
তিনি বলেছেন, বিগত নির্বাচনগুলোতে যে সুযোগ পেয়েছেন, এবারের নির্বাচন সেগুলোর মতো নয়। সুতরাং এবার কেউ ভোট চুরির কিংবা ভোটকেন্দ্রে গণ্ডগোলের চেষ্টা করবেন না। হাতপাখার কর্মীরা রক্ত ও জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় সর্বশেষ নির্বাচনী জনসভায় মুফতী ফয়জুল করীম বরিশাল আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের যদি কারচুপি করার ইচ্ছা থাকে তবে আগেই সবাইকে মাঠ ছেড়ে দিতে বলুন। নয়তো মানুষগুলো কষ্ট করে ভোট দিতে এসে ভোট দিতে না পেরে কষ্ট পেয়ে ফিরে যাবে।
তিনি আরও বলেন, সংবিধান আমাদেরকে রাজনীতি করার এবং নির্বাচন করার অধিকার দিয়েছে। কোন অপশক্তি আমাদের রাজনীতি ও নির্বাচন করার অধিকার কেড়ে নিতে পারবে না।
জনসভায় অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা নওমুসলিম আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর উপদেষ্টা সৈয়দ নাছির আহমাদ কাওছার, মহানগর সহসভাপতি মাওলানা লুৎফর রহমান প্রমুখ।
