ইসলাম টাইমস ডেস্ক : সাবেক পার্লামেন্ট সদস্য, চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস ও পটিয়া মাদরাসার শায়খুল হাদিস খতিবে আযম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহ.-এর স্ত্রী [মুহতারামা শামসুল আরিফা (৯০)] ইনতেকাল করেছেন।
আজ (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকার ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার জামাতা ড. আফম খালিদ হোসেন আজ দুপুরে এক ফেসবুক বার্তায় এ কথা জানান। তিনি বলেন, আগামী কাল (২৮ ডিসেম্বর) সকালে কক্সবাজারের চকরিয়া থানার বরইতলী গ্রামে তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হবে।
এ সময় তিনি মরহুমার জন্য মাগফিরাত কামনা করে দোয়ার কাছে দোয়ার আহ্বান জানান।
