ইসলাম টাইমস ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, জাতিসংঘের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করা যায় না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের কাছে সুবিচার বা এমন কিছু আশা করা যায় না। এমন কিছু তাদের কাছে নেই-ই। সুতরাং তাদের কাছে তা চাওয়া উচিত নয়।
তুরস্কের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কাউন্সিল এবং তুর্কি বিজ্ঞান একাডেমি আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এরদোয়ান এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মুসলিম বিশ্বকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের সংকট ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে কথা বলার সুযোগই দেয়া হয় না। জাতিসংঘের অসততার কারণে মুসলিম বিশ্বের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো স্থায়ী পদ বরাদ্দ নেই। অথচ পৃথিবীতে মুসলমানের সংখ্যা ১.৭ বিলিয়ন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, এজন্য আমি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার দাবি করি। আমরা বলতে চাই ‘দ্য ওয়ার্ল্ড ইজ বিগার দ্যন ফাইভ’ পৃথিবী পাঁচের চেয়ে বড়।
চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার দাবিতে ‘পৃথিবী পাঁচের চেয়ে বড়’ একটি জনপ্রিয় শ্লোগানে পরিণত হয়েছে।
সূত্র : মিডলইস্ট মনিটর
