জামিয়া রেঙ্গা’র ৯৯ তম বার্ষিক মাহফিল সম্পন্ন

 ইলিয়াস মশহুদ ।। সিলেট  

কওমি মাদরাসা দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর ঈমান রক্ষার দুর্গ। ঈমান ও ইসলামের অনন্য বাতিঘর। সঠিক পথের দিশারী। বাতিল শক্তি যখন ঈমানের উপর হানা দেয়, তখন জাতির ঈমান হেফাজতের জন্য হকের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান কওমি মাদরাসা ও তার ধারক উলামায়ে কেরমা। তাই দীন রক্ষার অনন্য দুর্গ এ সমস্ত কওমি মাদরাসাকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।

সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া তাওয়াক্কুলিয়া, রেঙ্গা’র ৯৯ তম বার্ষিক মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

২৬ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় শুরু হয়ে ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মাহফিলটি।

মাহফিলে বিভিন্ন অধিবশনে সভাপতিত্ব করেন জামিয়ার শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দিন, মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, শায়খে সানি আল্লামা নজির আহমদ ঝিঙ্গাবাড়ি।

মাহফিলে আলোচনা করেন শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, আল্লামা শায়খ আহমদ, চট্টগ্রাম, আল্লামা নুরুল ইসলাম খান, সুনামগঞ্জ, আল্লামা সাজিদুর রহমান বি-বাড়িয়া, কাজিরবাজার মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আহমদ আলী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরি, মাওলানা ড. আ ফ ম খালেদ হুসাইন চট্টগ্রাম, দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া প্রমুখ।

এছাড়াও মাহফিলে বিপুল সংখ্যক দ্বীনপ্রাণ সাধারণ মুসল্লি উপস্থিত হন।

শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দিনের আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

পূর্ববর্তি সংবাদকে হত্যা করেছিল হামাসের ড্রোন বিজ্ঞানীকে?
পরবর্তি সংবাদআওয়ামী লীগকে সমর্থন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে পারে ভারত : বিশেষ সাক্ষাৎকারে ড. কামাল