বিকেলে ঐক্যফ্রন্টে জরুরি বৈঠক ও সংবাদ সম্মেলন

ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।

বৃহস্পতিবার বিকালে পুরনো পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন জোটের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

জানা গেছে, বেঠকের পর বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবে ঐক্যফ্রন্ট। সেখানে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা।

পূর্ববর্তি সংবাদবিএনপি ৩০টি আসনেও জয়লাভ করার মতো সমর্থন নেই : জয় 
পরবর্তি সংবাদআ.লীগের বিরুদ্ধে হামলার অভিযোগ করল তাদের শরিক দল