রাঙ্গামাটিতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ ৩জন আটক

ইসলাম টাইমস ডেস্ক: বৃহস্পতিবার সকালে  রাঙামাটির বিলাইছড়ি এলাকায় যৌথ বাহিনী এক বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন জনকে আটক করেছে ।  বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তারাছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদেরকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কর্মী বলে দাবি করেছেন।

আটককৃতরা হলেন- বঙ্কিম চন্দ্র তঞ্চংগ্যা (৪৬), পাভেল তঞ্চংগ্যা (২২) ও যতীন কান্তি তঞ্চংগ্যা (৪৮)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের একটি গ্রুপ আসন্ন সংসদ নির্বাচনে নাশকতা পরিকল্পনার করছে- এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার তারাছড়ি এলাকায় অভিযানে নামে সেনা বাহিনীর একটি বিশেষ দল। ওই এলাকার বাসিন্দা অমৃত সেন তঞ্চংগ্যার দুই ছেলে বঙ্কিম চন্দ্র তঞ্চংগ্যা ও যতীন কান্তি তঞ্চংগ্যা, এবং বঙ্কিম চন্দ্র তঞ্চংগ্যার ছেলে পাভেল তঞ্চংগ্যাকে প্রথমে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের আস্তানা থেকে একটি একে-২২ (অটোমেটিক রাইফেল), তিন রাউন্ড এ্যামুনিশন ও চারটি চাইনিজ চাকু উদ্ধার করা হয়।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ পারভেজ আলী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযানে উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতদের বিলাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা – তাও খতিয়ে দেখা হচ্ছে। পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তি সংবাদআমেরিকা আর বিশ্বের পুলিশের দায়িত্ব পালন করবে না: ট্রাম্প
পরবর্তি সংবাদশুক্রবার সারাদেশে সহিংসতা সৃষ্টি করতে পারে বিএনপি-জামায়াত: আ. লীগ