ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস।
আজ বৃহস্পতিবার এক বার্তায় এ আহ্বান জানান তিনি।
বাংলাদেশে আসন্ন নির্বাচনে সন্ত্রাস, হুমকি ও বলপ্রয়োগহীন পরিবেশ নিশ্চিত করার আহবান জানান তিনি। একইসঙ্গে নির্বাচনে নারী ও ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিতেরও আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস বলেন, এই নির্বাচনে নারীসহ সকল বাংলাদেশি তাদের ভোটাধিকার প্রয়োগে অবশ্যই নিরাপদ ও আত্মবিশ্বাস বোধ করবে।
সূত্র : জাতিসংঘের ওয়েবসাইট
