ইসলাম টাইমস ডেস্ক: সৌদি বাদশাহ সালমান সে দেশের সরকারের মধ্যে নতুন করে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসছেন। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইরকে সরিয়ে তার স্থানে নতুন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী ইবরাহিম আল-আসাফকে।
বুধবার (২৭ ডিসেম্বর) সৌদি রাজকীয় এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এছাড়া আবদুল্লাহ বিন বন্দরকে সৌদি ন্যাশনাল গার্ডের প্রধান করা হয়েছে। হামাদ আল-শেইখকে শিক্ষা মন্ত্রণালয় এবং তুর্কি আল-শাবানাকে তথ্য মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এগুলো ছাড়া সচিব পর্যায়েও করা হয়েছে বেশ কিছু রদবদল। সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমানের দায়িত্বেও করা হয়েছে বিভিন্ন রদবদল। তাবে তার অধীনে থাকা সহকারী প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে।
