ইসলাম টাইমস ডেস্ক: নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের কঠোর সমালোচনা করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে গণমানুষকেই মাঠে নামতে হবে। শত প্রতিকূলতা মোকাবেলা করে ভোট দেয়ার অধিকার আদায় করতে হবে। আর ভোটকেন্দ্রে শুধু ভোট দেওয়ার জন্যে আসলেই হবে না, ভোট কেন্দ্র পাহারা দেয়ার মানসিকতা নিয়ে আসতে হবে।
শুক্রবার (২৮ ডিসেম্বর) নির্বাচন পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গণমা্ধ্যমকে তিনি এ সব কথা বলেন।
সিপিবি সভাপতি বলেন, এই স্বৈর সরকারের পতনে ভোটারদের ভূমিকাই এখন মুখ্য। গণমানুষই পারে এ পরিস্থিতি থেকে জাতিকে রক্ষা করতে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। যে কোনো সময় দেশে বড় বিপর্যয় নেমে আসতে পারে। আসন্ন নির্বাচনে যে সংকট তৈরি হয়েছে, তার দায় একমাত্র সরকারের। আজকের যে বিপদ, তা অনিবার্য করে তুলছে একমাত্র শেখ হাসিনার সরকার।
সেলিম বলেন, আ.লীগ পুলিশ, প্রশাসন, সন্ত্রাসী বাহিনী দিয়ে মাঠ দখলের সমস্ত বন্দোবস্ত করেছে। এখন তারা ভোটের আগেই বিজয় উল্লাস করছে।তারা জবরদখল করে শতকরা ৯৫ ভাগ আসনে বিজয়ী হতে চাইছে। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চিত্র হতে পারে না। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মানুষ দেখতে চায় না।
