আগুনে পুড়ে মেক্সিকোয় ৭ শিশুর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক :  মেক্সিকোর একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রাজধানী মেক্সিকো সিটির ইজতাপালাপা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

শহরের প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় শিশু ও এক কিশোরের প্রাণহানি হয়েছে। ঘটনার সময় শিশুদের বাবা-মা তাদের কর্মক্ষেত্রে ছিলেন। তবে রাজধানীর পূর্বাঞ্চলে ঘনবসতিপূর্ব এলাকায় অবস্থিত ওই বাড়িটিতে কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা ক্লারা ব্রুগাদা জানিয়েছেন, আগুন লাগার ঘটনার তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, গ্যাস হিটার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

দেশটিতে ত্রুটিপূর্ণ গ্যাস সংযোগের কারণে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মেক্সিকো সিটির সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপা। সেখানে প্রায় ১৮ লাখ মানুষের বসবাস।

পূর্ববর্তি সংবাদসুদানে মুসল্লিদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা
পরবর্তি সংবাদঠাকুরগাঁওয়ে বিএনপির ১৪ নেতাকর্মী আটক