গত ৪৭ বছরে এ রকম শান্তিপূর্ণ পরিবেশ আমি দেখিনি : সেনাপ্রধান

ইসলাম টাইমস ডেস্ক : নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। নির্বাচনের আগের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘সেনাপ্রধান হিসেবে বলছি, আমিও এই দেশের নাগরিক। গত এক সপ্তাহ সারা দেশ ঘুরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, বিগত ৪৭ বছরে এ রকম শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশ আমি দেখিনি। বিগত নির্বাচনগুলোতে কিছু না কিছু সহিংসতা হয়েছে। এবারও সহিংসতা হয়েছে, তবে সে সংখ্যা খুবই কম।’

আজ শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ আহবান জানান।

জেনারেল আজিজ আহমেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সারাদেশে ৫০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও সেনা সদস্য মোতায়েন করা হবে।

একাদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ডিসেম্বর সারাদেশে সেনা মোতায়েন করা হয়। এরপর সেনাবাহিনী প্রধান শনিবার রাজধানীর বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন বলে জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারি পরিচালক মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মী।

পূর্ববর্তি সংবাদনেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ১০ ভোট নির্দেশনা
পরবর্তি সংবাদআবারও বন্ধ হলো থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা