ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচনে সহিংসতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বাণিজ্য বিষয়ক সম্পাদকসহ ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুর নবী ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মুরাদসহ ১৪ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। নির্বাচনে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করাই জন্যই তাদের আটক করা হয়।
