ইসলাম টাইমস ডেস্ক: ভোটের দিন করণীয় হিসেবে দলের নেতাকর্মীদের ১০টি নির্দেশনা দিয়েছে বিএনপি। আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিররিজভী।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সব হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোটকেন্দ্রে যাবেন। ফল না নিয়ে ভোটকেন্দ্র ত্যাগ করবেন না। ভোটকেন্দ্র পাহারা দেয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করবেন। শনিবার বিকাল থেকেই পালাক্রমে ভোটকেন্দ্র পাহারা দেবেন। ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়াবেন। ভোট দিয়ে কেন্দ্রের আশপাশে থাকবেন। পোলিং এজেন্টদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট শুরুর আগে ব্যালট বাক্স পরীক্ষা করবেন।
ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে কে কত ভোট পেল তা নিশ্চিত না হয়ে সাদা কাগজে সই করবেন না। কোনো অবস্থাতেই প্রিসাইডিং অফিসারের সই ছাড়া সই করবেন না। ফল নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন।
