‘বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল’: জাফর ইকবাল

‘বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল। আগামীকালের নির্বাচনে আমরা সবাই ভোট দিয়ে আবর্জনামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

অপরাজেয় বাংলাদেশ- শীর্ষক গোল টেবিল বৈঠকে বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন। বাংলাদেশ সমাবেশ আয়োজিত গোলটেবিল বৈঠকে  দেশের শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, বিচারপতি, আইনজীবী, নিরাপত্তা বিশ্লেষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, চিকিৎসক, কূটনৈতিক, রাজনীতিবিদ, উন্নয়নকর্মী, শহীদ সন্তানসহ আরও অনেক অংশ নেন।

রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে শনিবার (২৯ ডিসেম্বর) এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সঞ্চালনা করেন সাংবাদিক সামিয়া জামান।

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘বাংলাদেশ সম্মৃদ্ধি লাভ করেছে। দুর্নীতি দূর করতে পারলে আরও অনেকদূর যাওয়া যাবে। আমাদের সম্পদের সুষম বণ্টনের কথা এবং বৈষম্যহীন বাংলাদেশের কথাও ভাবতে হবে, বলতে হবে। সম্প্রীতির পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িক শক্তি। আমরা সাম্প্রদায়িকতাকে উচ্ছেদ করতে পারিনি। আমরা দেখি যখনই সুযোগ পেয়েছে তখনই এই সাম্প্রদায়িক শক্তি ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীর ওপর নির্যাতন করেছে। এই সাম্প্রদায়িকতা নির্মূলের দায়িত্ব প্রশাসনের ওপর ছেড়ে দিলেই হবে না, নাগরিক সমাজকেও দায়িত্ব নিতে হবে।’

অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমেদ আগামীকালের নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বাংলাদেশ সবাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেন। তার বক্তব্যে উন্নয়নের রোডম্যাপ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা তুলে ধরেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘সাংস্কৃতিক যুদ্ধ এখনও চলছে। এ যুদ্ধ চালিয়ে জঙ্গিবাদমুক্ত একটি দেশ গড়ে তুলতে হবে।’ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন আগামীকালের নির্বাচনে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন আর তার কন্যা আমাদের বিশ্বের বুকে পরিচিতি দিয়েছেন। এখন শিশুরা শতভাগ স্কুলগামী। স্কুলে মেয়েদের সংখ্যা ছেলেদের কাছাকাছি। এই সরকার শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।’

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর মুক্তযুদ্ধ, গণহত্যা, মানবাধিকার, দেশে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন এমন আয়োজনের জন্য বক্তারা সাধুবাদ জানান। বক্তারা বলেন, আজকের আয়োজন থেকে একটা পরিষ্কার বার্তা সবার কাছে পৌঁছে যাবে যে কেমন বাংলাদেশ আমরা চাই।

পূর্ববর্তি সংবাদমনির কাসেমীর নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে শামীম ওসমানের চিঠি!
পরবর্তি সংবাদশিশুর অভাবে ভুগছে জাপান: সন্তান নিতে দম্পতিদের জন্য পুরষ্কার ঘোষণা