মনির কাসেমীর নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে শামীম ওসমানের চিঠি!

ইসলাম টাইমস ডেস্ক : কয়েকদিন আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (শামীম ওসমান) নেতা-কর্মীদের পক্ষ থেকে জীবননাশের হুমকি এবং তাদের ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না বলে ইসলাম টাইমসের কাছে অভিযোগ করেন নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি মনির হোসাইন কাসেমী।

আরও পড়ুন : ‘আধা ঘণ্টার মধ্যে শহর ছেড়ে চলে যা, না হলে জানে মেরে দিব’

অথচ আজ জানা যাচ্ছে, সেই প্রতিপক্ষই নাকি মুফতি মনির কাসেমীর সর্বোচ্চ নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছেন।

গণমাধ্যমে প্রকাশ, গত মঙ্গলবার নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান ধানের শীষের প্রাশসনের প্রার্থী মুফতি মনির কাসেমীর সর্বোচ্চ নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছেন।

আরও পড়ুন : হত্যার হুমকির পর নির্বাচন নিয়ে যা বললেন মুফতি মনির কাসেমী

কর্মীদের মাঠে নামতে না দিয়ে প্রার্থীদের নিরাপত্তা চেয়ে চিঠি পাঠানোর বিষয়টি অনেককে বিস্মিত করেছে। অবশ্য সাবেক ছাত্রলীগ নেতা শামীম ওসমান তার নানান তীর্যক মন্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বরাবরই মিডিয়ায় আলোচিত।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও জমিয়ত নেতা মুফতি মনির কাসেমী বর্তমানে ঢাকার ল্যাবএইড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার তার সার্বিক খোঁজ-খবর নিতে হাসপাতালে আসেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ

পূর্ববর্তি সংবাদভোটের দিন চলতে পারবে যেসব যানবাহন
পরবর্তি সংবাদ‘বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল’: জাফর ইকবাল