ইসলাম টাইমস ডেস্ক: মিসরে রাস্তার পাশে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে তিনজন ভিয়েতনামী ও অপরজন মিসরীয় বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। বিবিসি।
জানা যায়, শুক্রবার পর্যটকবাহী একটি বাস গিজা পিরামিডের নিকট দিয়ে যাওয়ার সময় হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। এ সময় বাসটিতে ১৪ জন ভিয়েতনামী পর্যটক ছিলেন। নিহত অপরজন স্থানীয় ট্যুর গাইড।
দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি বলেছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
তিনি বলেন, বাসটি স্থানীয় নিরাপত্তাকর্মীদের না জানিয়েই নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিল। পরে ডিভাইসটিকে আঘাত হানলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এখনও পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেননি।
