সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুক্তা আক্তার (২৬) নামে তিন মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে  এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার বেলা ১১টায় গোদনাইলের দক্ষিণ ধনকুন্ডা এলাকায় এক তালাবদ্ধ ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহম্মেদ (৩১) পলাতক রয়েছে। নিহত মুক্তা আক্তার কুমিল্লা জাহাপুর এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। সে স্থানীয় এক পোশাক কারখানার শ্রমিক। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূর স্বামী তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এক মাস আগে গোদনাইলের দক্ষিণ ধনকুন্ডা এলাকার আব্দুল হাকিমের বাড়িতে স্বামী-স্ত্রী দু’জন ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার সকালে তালাবন্ধ দেখে প্রতিবেশীরা জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে ঘরের ভেতরে গৃহবধূর গলাকাটা লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়। পুলিশ তালা ভেঙ্গে ঘর থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তবুও ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। নিহতের স্বামী কাউসার গ্রেফতার হলেই এ হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে। কাউসারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে নিহতের মা জোৎস্না বেগম বাদী হয়ে পলাতক জামাতা কাউসার আহম্মেদকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

পূর্ববর্তি সংবাদএবার মৌমাছি আতঙ্কে জামালপুর- ২ আসনে ৬৮নং কেন্দ্রের ভোটাররা
পরবর্তি সংবাদমাতুয়াইলে কয়েল থেকে ঘরে আগুন: দুই শিশুর মৃত্যু