এখনও কোনো অনিয়মের সংবাদ পাননি সিইসি!

ইসলাম টাইমস ডেস্ক : এখনও কোনো কেন্দ্রে অনিয়মের সংবাদ পাননি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  কে. এম. নুরুল হুদা। তিনি বলেছেন, এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। কোন কেন্দ্রে অনিয়ম হলে সেখানে সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

রোববার সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরা ৫নং সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। সবকিছুই নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে আছে।

এ সময় আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট না থাকার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, কেউ এজেন্ট না দিলে আমরা কি করবো?

পূর্ববর্তি সংবাদনিজ কেন্দ্রে বিরোধীপক্ষের পোলিং এজেন্ট পাইনি, সকাল থেকেই অসংখ্য অভিযোগ আসছে : মাহবুব তালুকদার
পরবর্তি সংবাদএখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি পুলিশ, ভোট শান্তিপূর্ণ হচ্ছে : আইজিপি