ইসলাম টাইমস ডেস্ক : একতরফা নির্বাচনের অভিযোগে ভোট বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ধানের শীষের ২২ প্রার্থী এবং স্বতন্ত্র ৪ প্রার্থী সকলের নির্বাচন বয়কট করেছে বলে জানিয়েছে দলীয় সূত্র।
আজ রোববার দুপুরে দলের প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘এই একতরফা নির্বাচনকে কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তাই বিদ্যমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর যে সব প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ওইসব আসনসমূহে আমরা নির্বাচন প্রত্যাখ্যান ও বয়কট করার ঘোষণা দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ভোটার ও সাধারণ জনতার ওপর সরকারের অব্যাহত হামলায় জনগণের জীবন আজ বিপন্ন। সর্বত্রই চলছে সশস্ত্র মহড়া। জনগণের ভোটাধিকার প্রয়োগ করা তো দূরের কথা জান-মালের কোনও নিরাপত্তা নেই।’
