ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না বিপক্ষ প্রার্থীর কর্মীরা

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) মটরগাড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামের এজেন্টদেরকে বিপক্ষ প্রার্থীর নেতা কর্মীরা ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়,  বিপক্ষ দলীয় প্রার্থীর লোকজন সকাল থেকেই ভোটকেন্দ্র দখল করে রেখেছে। তারা মটরগাড়ি প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে।

১৭৮টি কেন্দ্রের প্রত্যেকটিতে প্রায় একইরকম পরিস্থিতি বিরাজ করছে বলে খবর পাওয়া  গেছে ।

প্রসঙ্গত, প্রতীক বরাদ্দের দিন থেকেই ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির কর্মী-সমর্থকদের ওপর হামলা, নির্যাতন ও হুমকি অব্যাহত রেখেছে স্থানীয় সন্ত্রাসীরা। রাতের অন্ধকারে কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়েছে। কোথাও কোথাও তল্লাশির নামে ভাংচুরও চালানো হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদসুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিএনপির জয় নিশ্চিত : মির্জা ফখরুল
পরবর্তি সংবাদযশোর-৪ আসনে রাতারাতি ভোট শেষ