নির্দলীয় সরকারের অধীনে আবার নির্বাচনের দাবি বাম গণতান্ত্রিক জোটের

ইসলাম টাইমস ডেস্ক : বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী অধ্যাপক আব্দুস সাত্তার বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভুয়া, প্রহসন ও জবরদস্তিমূলক।

রবিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানান তিনি। বরিশাল-৫ (সদর) আসনের বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ছিলেন এই রাজনীতিবিদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আজ সকাল থেকে সদর আসনের ২২টি কেন্দ্র ঘুরেছেন ও নেতাকর্মীদের কাছ থেকে অন্যান্য কেন্দ্রের খবর সংগ্রহ করেছেন অধ্যাপক আব্দুস সাত্তার। প্রতিটি কেন্দ্র থেকে ক্ষমতাসীনরা বিরোধী প্রার্থীদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে কেন্দ্র দখল করে ভোট কারচুপি করেছে। এ সময় তার সঙ্গে ছিলেন জোটের সিনিয়র নেতারা।

ভোটকে প্রশ্নবিদ্ধ করে একই অভিযোগ তোলেন বরিশাল-৬ আসনের বিএনপি প্রার্থী আবুল হোসেন খান। বরিশাল প্রেসক্লাবে বসে তার দাবি, ‘বিএনপির পোলিং এজেন্টদের বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কোথাও থেকে বের করে দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা কোথাও দাঁড়াতে পারেনি। তাদের কোথাও দাঁড়াতে দেওয়া হয়নি। এ অবস্থায় ভোটের মাঠে থাকা না থাকা একই কথা।’

রবিবার বেলা আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী অভিযোগ করেন, ‘গতকাল গভীর রাত থেকে আজ ভোর ৫টা পর্যন্ত বাকেরগঞ্জের ১০৯টি কেন্দ্রে অর্ধেকের বেশি ভোট কাটা (জমা) হয়েছে। এতেও তারা নিশ্চিন্ত হতে না পেরে আজও পুলিশের সহায়তায় বিভিন্ন কেন্দ্রে জালভোটের মহোৎসব করেছে।’

এ সময় আরও ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির নেতারা।

পূর্ববর্তি সংবাদএবারের নির্বাচনে সহিংসতার ঘটনা কম হয়েছে : আ.লীগ
পরবর্তি সংবাদফলাফল প্রত্যাখ্যান ও পুন:নির্বাচন দাবি ঐক্যফ্রন্টের