নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও নিজ কেন্দ্রে বিএনপির কোনো এজেন্টের দেখা পাননি

ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ভোট দিতে গিয়ে প্রধান বিরোধী জোটগুলোর কোনো পোলিং এজেন্টের দেখা পাননি। আজ সকালে ঢাকায় দুটি ভোটকেন্দ্রে নিজেদের ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের একথা জানান।

লেক সার্কাস স্কুল ভোটকেন্দ্রে ভোট দিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেই কেন্দ্র ছাড়াও আরেকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। এই দুই কেন্দ্রে তিনি কোনো বিএনপির এজেন্টের দেখা পাননি।

তবে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তিনি তার সন্তুষ্টির কথাও জানিয়েছেন।

এই কেন্দ্রগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে প্রধান বিরোধী দলগুলোর পোলিং এজেন্টদের দেখা পাননি দ্য ডেইলি স্টারের রিপোর্টাররা। রাজধানীর বেশ কয়েকটি আসন ঘুরে এই চিত্র দেখা গেছে। তবে, প্রতিটি কেন্দ্রেই বুকে নৌকার ব্যাজ পরিহিত ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক এজেন্টের সরব উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।

ঢাকা-১০

এই আসনে কাকলী উচ্চ বিদ্যালয়, ঢাকা সিটি কলেজ, টিচার্স ট্রেইনিং কলেজ, ঢাকা কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভ. বয়েস স্কুল অ্যান্ড কলেজ, নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রগুলো ঘুরে পাওয়া গেছে কেবল ‘নৌকা’র ব্যাজ পরিহিত এজেন্টের দেখা। এর মধ্যে শুধু ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ‘বাঘ’ এবং ‘হাতপাখা’র এজেন্টের দেখা মেলে।

ঢাকা-১৩

মোহাম্মদপুর গভ. প্রাইমারি স্কুল, মোহাম্মদপুর গার্লস হাই স্কুল এবং রায়েরবাজার কমিউনিটি সেন্টার কেন্দ্রে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

এখানেও বিরোধী দলগুলোর কোনো এজেন্টের খোঁজ পাওয়া যায়নি। যদিও ক্ষমতাসীন দলের এজেন্টদের নির্বিঘ্নে বিচরণ করতে দেখা গেছে।

ঢাকা-১২

আজ সকালে ইস্পাহানী স্কুল এবং ভিকারুননিসা নূন স্কুল ভোটকেন্দ্র দুটি ঘুরে আওয়ামী লীগের এজেন্ট ছাড়া আর কোনো দলের এজেন্টের দেখা পাওয়া যায়নি।

ঢাকা-১৬

রশিদ আইডিয়াল হাই স্কুল এবং আল-কোরান একাডেমিসহ এই আসনের পাঁচটি ভোটকেন্দ্রে ঘুরে কেবল একটিতে ধানের শীষের এজেন্টের দেখা পাওয়া গেছে।

এদিকে অপর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও নিজ কেন্দ্রে বিএনপি-ঐক্যজোটের কোনো পোলিং এজেন্টের দেখা পাননি।সকাল ৯টায় মগবাজার এলাকায় ইস্পাহানী গার্লস হাই স্কুল কেন্দ্রে ভোটদান শেষে মাহবুব তালুকদার বলেন, ওই কেন্দ্রে বিরোধী দলের কোনো নির্বাচনী এজেন্ট ছিল না। -খবর দ্য ডেইলি স্টারের

পূর্ববর্তি সংবাদজনগণের সাড়া না পেয়ে সন্ত্রাস-সংষর্ষের পথ বেছে নিয়েছে ঐক্যফ্রন্ট-বিএনপি : নানক
পরবর্তি সংবাদভোটকেন্দ্রিক সংঘর্ষে রাজশাহীতে আওয়ামী লীগ কর্মী নিহত