নির্বাচন নিয়ে ভারতীয় পর্যবেক্ষকের সন্তোষ প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় পর্যবেক্ষক গৌতম ঘোষ। তিনি নির্বাচনী পরিবেশের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ভারতের নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের মিল রয়েছে। নির্বাচন স্বাভাবিক পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে। পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং সবকিছু ভালোভাবেই হচ্ছে।

সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আট সদস্যের একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে ভোট চলাকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেনে।

রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এই দলের অপর সদস্য কানাডীয় পর্যবেক্ষক তানিয়া ফস্টার সাংবাদিকদের বলেন, ‘আমি পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেছি। কেন্দ্রগুলোর বহু কক্ষ পরিদর্শন করেছি। ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই হচ্ছে। প্রত্যেকে তার ভোট প্রয়োগের সুযোগ পাচ্ছে। তারা কেন্দ্রে যাচ্ছেন এবং ভোট দিচ্ছেন। ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন।’

পূর্ববর্তি সংবাদনির্বাচনে এবারের মতো এত সুষ্ঠু পরিবেশ আগে দেখিনি : সোহেল তাজ
পরবর্তি সংবাদনির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা কারচুপির খবর পাওয়া যায়নি : মাশরাফি