ইসলাম টাইমস ডেস্ক : ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ও পুন:নির্বাচন দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন আজ এক সংবাদ সম্মেলনে প্রত্যাখ্যানের এই ঘোষণা দেন।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের বাসায় তিনি নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানিয়ে এই সংবাদ সম্মেলন করেন।
তিনি এই ফলাফল প্রত্যাখ্যান করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবারও প্রমাণ হলো নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘অনেকে বলেন, ২০১৪ সালে নির্বাচনে না গিয়ে আমরা ভুল করেছি। কিন্তু এবারের নির্বাচনে সরকারের ভূমিকা প্রমাণ করলো আমাদের সিদ্ধান্ত ভুল ছিলো না।’
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ বলেন, ‘এই নির্বাচনে মাধ্যমে দেশের গণতন্ত্রকে পানিতে ডুবিয়ে হত্যা করা হলো। আমরা জানি না তা কবে ভেসে উঠবে।’
ঐক্যফ্রন্টের পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে নেতারা জানান, তারা আগামীকাল বৈঠকে বসবেন এবং সেখানেই করণীয় ঠিক হবে।
