ভোট বর্জন : হবিগঞ্জ-৪ আসনে আহমদ আবদুল কাদেরের ভোট বর্জনের ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক : হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের ভোটকারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের সমর্থকরা অধিকাংশ কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে নৌকায় সিল মারছে।

আহমদ আবদুল কাদেরের প্রধান নির্বাচনি এজেন্ট জেলা খেলাফত মজিলসের সহসভাপতি মোহাম্মদ আবদুল করিম গণমাধ্যমকে তার নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল করিম জানান, তিনি রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদকেও নির্বাচন বর্জনের বিষয়টি জানিয়েছেন।

এ আসেন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের মাহবুব আলী। অন্যদিকে ধানের শীষের প্রার্থী খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের।

পূর্ববর্তি সংবাদভোট বর্জন : অনিয়মের অভিযোগে ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন পার্থ
পরবর্তি সংবাদধানের শীষের এজেন্ট না এলে কী করার: সিইসি