‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন মাহাথির মুহাম্মদ

মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মুহাম্মদ ম্যান অব দ্য ইয়ার-২০১৮ নির্বাচিত হয়েছেন। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগানিজের নির্বাচিত ৫০০ মুসলিমের মধ্যে এই বছরের সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে তিনি মনোনীত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বিরোধী দল পাকতান হারাপানের জয়ে বড় ধরনের ভূমিকা রাখায় তিনি মুসলিম ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।

অবশ্য ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিন  মাহাথিরের অতীত কর্মকাণ্ডেরও মূল্যায়ন করেছে বলেছেন, তার নেতৃত্বে মালয়েশিয়া এশিয়ার ‘ইকোনোমিক টাইগারে’ পরিণত হয়।

ম্যাগাজিনটি বছর যাবত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের নিয়ে কাজ করছে। তালিকায় আরও রয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ, আল্লামা তাকি উসমানি প্রমুখ।

সূত্র : ফ্রি মালয়েশিয়া টুডে

পূর্ববর্তি সংবাদমানুষের ভোটে আওয়ামী লীগ কখনও জয়ী হতে পারবে না : কাদের সিদ্দিকী
পরবর্তি সংবাদজঙ্গিবাদী বিএনপির রাজনীতির অবসানের সূচনা ঘটাল এ নির্বাচন : ইনু