ইসলাম টাইমস ডেস্ক : যশোর-৪ আসনে রাতেই ভোট শেষ হয়ে গেছে অভিযোগ করেছেন এলাকার ভোটাররা। তাদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ফলে সকালে শত শত ভোটার কেন্দ্রের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে গেছেন। এ আসনের কোন কেন্দ্রেই বিএনপি এজেন্টদের ঢুকতে দেয়নি সরকারদলীয় নেতাকর্মীরা। কেউ কেউ ঢুকলেও তাদের মারধর করে বের করে দেয়া হয়েছে বলে জানা গেছে। খবর মানবজমিন।
এদিকে ভোট দিতে না পেরে ভোটাররা অভিযোগ করে বলেছেন, গতকাল রাত ৮টা থেকে বিজিবির গাড়ি অনরবত এলাকায় সাইরেন বাজিয়ে টহল দিতে থাকে। রাতভর টহল দেয়।এই সুযোগে সরকারদলীয়রা রাতেই বেশির ভাগ কেন্দ্রের ব্যালট পেপার নিয়ে রাতারাতি ভোটদানের বেশিরভাগ কাজ সেরে ফেলেছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, যশোর-৪ আসনের (বাঘারপাড়া) নারকেলবাড়িয়া পশ্চিম কেন্দ্রে সকাল ৮টায় ভোট শুরুর পরপরই বিএনপি এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। ভোট শুরুর আগেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে বিএনপির এজেন্টরা। এর মিনিট কয়েক পরেই কেন্দ্রে নৌকার সমর্থিত একটি গ্রুপ ভোটকেন্দ্রে প্রবেশ করে তাদের মারধর করে বের করে দেয়। কিছুক্ষণ পর আবারও কেন্দ্রে গেলে গলাধাক্কা দিয়ে বের করে দেয়া ধানের শীষ কর্মীদের।
ভোটারদেরকেও কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । মুখ চিনে কেবল গুটিকয়েক ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
জানা যায়, ওই কেন্দ্রের ৬টি বুথে ৬ জন নৌকার এজেন্ট। দুইজন লাঙ্গলের এজেন্ট থাকলেও কোন বিএনপি এজেন্ট নেই। প্রিজাইডিং অফিসারের কাছে বসে রয়েছেন নৌকার সমর্থক একটি গ্রুপ।
