রেজা কিবরিয়ার আসনে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ভোটগ্রহণ বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক : নৌকা ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষের কারণে হবিগঞ্জ-১ আসনের নবীগঞ্জ উপজেলার বাজে সুনাইত্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। সংঘর্ষে ৫-৬ জন আহত হয়েছেন।

রোববার সকালে ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়ার আসনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। এ আসনে প্রায় ২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ভোটগ্রহণ।

স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার বাজে সুনাইত্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে নৌকা ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে কমপক্ষে ৫-৬ জন আহত হন।

প্রিসাইডিং অফিসার রেজাউল করিম জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ভোটগ্রহণ শুরু হবে।

ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া অভিযোগ করেছেন, ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদসারা দেশে নির্বাচনী সহিংসতায় ৮ জন নিহত
পরবর্তি সংবাদ‘ভোটের নামে ডাকাতি ও প্রহসন চলছে’: দুপুরের সংবাদ সম্মেলনে ড. কামাল