সহিংসতায় নিহত ২১ : ভোটগ্রহণ শেষ, এবার চলছে ভোট গণনা

ইসলাম টাইমস ডেস্ক : কেন্দ্র দখল, নির্বাচন বর্জন, বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে একাদশ সংসদ নির্বাচনে।

এখন চলছে ভোট গণনা। সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। বিভিন্নস্থানে রাতেই ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দেয়ার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। বিভিন্ন আসনে বিরোধী প্রার্থীরা দুপুরের পর নির্বাচন বর্জন করেছেন। জামায়াত সমর্থিত সব প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বিএনপি দুপুর পর্যন্ত ২২১ আসনে দখল অনিয়মের অভিযোগ করে। রাজধানীতে দুপুরের পর অনেক ভোট কেন্দ্রেই ভোটারের উপস্থিতি দেখা যায়নি।

পূর্ববর্তি সংবাদআ.লীগ ২০১৪ পর এ নির্বাচনে আরেকটি কলঙ্কের দৃষ্টান্ত স্থাপন করেছে : গণসংহতি
পরবর্তি সংবাদমোবাইল ইন্টারনেট সেবা চালু হয়েছে