সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিএনপির জয় নিশ্চিত : মির্জা ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিএনপির জয় নিশ্চিত। রবিবার (৩০ ডিসেম্বর) ঠাকুরগাঁও-১ আসনে ঠাকুরগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়ে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি এখানে ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে। এই কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। কিন্তু আমি ইতোমধ্যে অভিযোগ পেয়েছি বেগুনবাড়ি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজে কেন্দ্র দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা।’

এরপর মির্জা ফখরুল ঠাকুরগাঁও সরকারি কলেজে কেন্দ্রে গিয়ে দেখতে পান, সেখানে কোনও বুথে তাদের পোলিং এজেন্ট নেই। একটি মাত্র মহিলা বুথে পোলিং এজেন্ট আছেন।

পোলিং এজেন্ট অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের গাড়ি দেখার পর আমাকে মাত্র ঢুকতে দেওয়া হয়েছে।

পরে মির্জা ফখরুল এই ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ড. কামরুজ্জামান সেলিমকে ফোনে অভিযোগ করেন।

পূর্ববর্তি সংবাদমুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি এজেন্টদের বের করে দিল আ.লীগ
পরবর্তি সংবাদঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না বিপক্ষ প্রার্থীর কর্মীরা