ইসলাম টাইমস ডেস্ক: যশোর-৫ মণিরামপুর আসনের ধানের শীষের প্রার্থী মুফতি ওয়াক্কাস নির্বাচনকে প্রহসন উল্লেখ করে তা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ রোববার বেলা ১২ টার দিকে মুফতি ওয়াক্কাসের প্রধান নির্বাচনী এজেন্ট আলহাজ্ব সফিকুল ইসলাম এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি নিরপেক্ষ প্রশাসনের অধীনে পুন:নির্বাচন দাবি করেন। সফিকুল ইসলাম বলেন, গত রাতে এই নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে ব্যাপক বোমাবাজির ঘটনার মধ্য দিয়ে নৌকার প্রার্থীরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে। সকালে প্রতিটি ভোট কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়। ভোটাররা ভোট কেন্দ্রে গেলে তাদেরকে জানিয়ে দেয়া হয় ভোট শেষ। আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার কোন দরকার নেই। ২/১ টি কেন্দ্রে জোর করে ভোটাররা প্রবেশ করতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেয়া হয়।
বহু কেন্দ্রের পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসাররা নৌকা কর্মীদের হাতে ব্যালট পেপার দিতে অস্বীকার করলে তাদেরকেও প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট। তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাত থেকে ভোট কেন্দ্রের বাইরে প্রবেশ দ্বারে সশস্ত্র প্রহরা বসিয়ে বিএনপির কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাঁধা দেয়।
প্রতিবাদ করায় বহু কেন্দ্রে পুলিশের উপস্থিতিতে নৌকার কর্মী সমর্থকরা বিএনপির কর্মী সমর্থকদের মারপিট করে বলেও তিনি অভিযোগ করেন। ফলে যে নির্বাচনে ভোটারদের কোন অংশ গ্রহণ নেই সেই নির্বাচন তার প্রার্থী মুফতি ওয়াক্কাস বর্জন করছেন। একই সাথে এই আসনে নিরপেক্ষ প্রশাসনের অধীনে পুন:নির্বাচন দাবি করেন বলে জানান আলহাজ্ব সফিকুল ইসলাম।
এদিকে এই আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা কামরুল হাসান বারী (ট্রাক মার্কা) একই ধরনের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষনা দেন। তিনি দুপুর ২টার দিকে যশোর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষনা দেওয়ার পাশাপাশি তিনি পুন: নির্বাচন দাবি করেন
