আজ বিকেল থেকে গুলশানে বিএনপির সিরিজ বৈঠক

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর করণীয় ঠিক করতে সিরিজ বৈঠক ডেকেছে বিএনপি।

সোমবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৬টায় একই স্থানে বৈঠক হবে ২০-দলীয় জোট নেতাদের।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নির্বাচনে ভয়াবহ বিপর্যয় এবং আগামী দিনের করণীয় বিষয় নিয়ে বৈঠক আলোচনা হবে।

এ ছাড়া বিএনপির সিনিয়র নেতারা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদনির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছে : তোফায়েল আহমেদ
পরবর্তি সংবাদবিদেশি পর্যবেক্ষকদের জন্য বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন