ঐক্যফ্রন্টকে নির্বাচনী রায় মেনে নেয়ার আহ্বান আ.লীগের

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রায় মেনে নিতে ঐক্যফ্রন্টকে আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।

তিনি বলেন, জনগণের দেয়া রায় তারা (ঐক্যফ্রন্ট) প্রত্যাখ্যান করতে পারে না।

আবদুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষে বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক ও সাংবাদিকেরা এসেছিলেন। ইতিমধ্যে ওআইসির সহকারী মহাসচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছে। তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বাংলাদেশের জনগণ ন্যায়, সত্য, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে আছে শেখ হাসিনার নেতৃত্বে।

কোনো ধরনের বিজয়োল্লাস বা মিছিল না করতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রার্থনা করে শুকরিয়া আদায় করবে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, মানুষের সব উদ্বেগ, উৎকণ্ঠাকে ম্লান করে দিয়ে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এ কারণে আওয়ামী লীগ কোনো বিজয়োল্লাস করবে না।

পূর্ববর্তি সংবাদআমিরাতে একজনকে উদ্ধার করতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪
পরবর্তি সংবাদ৮০ ভাগ ভোট পড়েছে, আর নতুন নির্বাচন হবে না : সংবাদ সম্মেলনে সিইসি