ইসলাম টাইমস ডেস্ক: সোমবার (৩১ ডিসেম্বর) গণভবনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিকদের প্রশ্নে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা জটিলতা, সক্রিয় বিরোধী দলের অভাব, বিরোধী দলের উপর হামলা মামলা ও রোহিঙ্গা শরণার্থীদের বিষয় উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
নির্বাচনে ইন্টারনেটের গতি কেন কমিয়ে দেওয়া হয়েছিল? আমাদের ইন্টারনেট অনেক প্রয়োজন ছিল। কিন্তু নির্বাচনের সময় আমরা প্রযুক্তিগত সেই সুবিধা পাইনি।- এক সাংবাদিকের এমন অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ নির্বাচনের দিন ইন্টারনেট বেশি ব্যবহার হওয়ায় গতি কমে গিয়েছিল।’
আল-জাজিরার এক প্রতিবেদক প্রশ্ন করেন, এবার বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা অনেক কম। ভিসা জটিলতায় অনেকেই আসতে পারেননি। তাছাড়া বাংলাদেশে অনেক দিন ধরেই সরকারের একচ্ছত্র আধিপত্যে সহিংসতা হয়ে আসছে। প্রধানমন্ত্রী সেই পরিস্থিতির পরিবর্তন আনবেন কিনা – জিজ্ঞাসা করেন ওই সাংবাদিক।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নেতাকর্মীরা তাদের কোনও রকম হয়রানি করেননি। বরং বিরোধী দলের হামলায় আমাদের প্রায় ২০ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। আমি তাদের নির্বাচনে আসার আহ্বান জানিয়েছি, সংলাপ করেছি। আমি অনেক সময় ব্যয় করেছি, যেন তারা নির্বাচনে অংশ নেয়। আমরা তাদের ওপর চড়াও হতে চাই না। আমরা দেশের উন্নতি চাই।’
আরেক সাংবাদিক প্রশ্ন করেন, সংসদে সক্রিয় বিরোধীদল না থাকায় কি আপনি চিন্তিত? আপনি কি শঙ্কিত যে, আবারও সহিংসতা হতে পারে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সহিংসতা ঠেকাতে যেকোনও পদক্ষেপ নেবো।’
