ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের পুন:নির্বাচনের দাবিকে মামার বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাচনে বিজয়ী হওয়ায় সোমবার সকালে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গ্রামের বাড়ি বানিয়ারুতে আনিসুল হককে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা পুন:নির্বাচন চায়। এটা মামার বাড়ির আবদার নাকি? জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এতে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে।’
মন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া ভালো ছেলে নয়। সে লন্ডনে বসে মানুষ মারার পরিকল্পনা করে। আপনাদেরকে সজাগ থাকতে হবে।’
