পুন:নির্বাচনের দাবিতে ইসিকে স্মারকলিপি দেবে ঐক্যফ্রন্ট, থাকবে নতুন কর্মসূচীও

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন ও ভোট ডাকাতি উল্লেখ করে ঘোষিত ফলাফল বাতিলের দাবি চেয়ে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। সেই সাথে থাকবে নতুন কর্মসূচিও। আজ মতিঝিলে ড. কামালের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে এ কথা জানান ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

লিখিত বক্তব্যে ড. কামাল বলেন, গতকাল জাতীয় সংসদ নির্বাচনের নামে যে প্রহসনমূলক নাটক মঞ্চস্থ হয়েছে, সমগ্র জাতি তা প্রত্যক্ষ করেছে।

এই তথাকথিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সরকারকে বিজয়ী দেখালেও প্রকান্তরে হেরেছে বাংলাদেশ ও এদেশের ১৭ কোটি মানুষ। এর মধ্য দিয়ে কবর রচিত হয়েছে আমাদের বহু আকাঙ্খিত গণতন্ত্রের।

সার্বিক দিক বিবেচনা করে জাতীয় ঐক্যফ্রন্ট এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছে।

এই নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের সব প্রার্থীসহ নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করা হবে এবং কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ.স.ম আবদুর রব, ড. জাফরুল্লাহ ও সুব্রত চৌধুরী।

পূর্ববর্তি সংবাদদরসে তিরমিযির সংকলক মাওলানা রশিদ আশরাফ সাইফির ইন্তেকাল
পরবর্তি সংবাদধানের গাড়ী নিয়ে নৌকায় উঠছেন ‘বিএনপির’ রেজাউল