ইসলাম টাইমস ডেস্ক : একাদশ সংসদ নির্বাচনকে পুরোপুরি প্রত্যাখ্যান করার কথা আবারো জানাল বিএনপি। আজ বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ প্রতিক্রিয়া জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচন কমিশন একটি ঘৃণিত কমিশন এবং সিইসি একজন ঘৃণিত ও নিকৃষ্ট ব্যক্তি।
বৈঠক শেষে তিনি বলেন, বিএনপি এই নির্বাচন পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন দাবি করছে বিএনপি। ফখরুল বলেন, এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ঘটনা। এই নির্বাচন প্রমাণ করে ২০১৪ সালে খালেদা জিয়ার নির্বাচনে না যাওয়া সঠিক ছিল। নির্বাচন ছিল তাদের পূর্ব পরিকল্পিত। নির্বাচনের পর বিভিন্নস্থানে সহিংসতা শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন কমিশন একটি ঘৃণিত কমিশন এবং সিইসি একজন ঘৃণিত ও নিকৃষ্ট ব্যক্তি।
তিনি বলেন, সিইসি সরকার দলের লোক। তার কাছে আমাদের কোন আবেদন করে লাভ নেই। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরাতো নির্বাচন বর্জনই করেছি।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর ২০ দলের নেতারা বৈঠকে বসেন। পরে জাতীয় ঐক্যফ্রন্ট স্টিয়ারিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
