সিলেট গহরপুর মাদরাসার শাইখুল হাদিস মাওলানা আবদুস সাত্তারের ইনতেকাল

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিলেটের জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের শাইখুল হাদীস ও শিক্ষাসচিব মাওলানা আব্দুস সাত্তার (হেমুর হুজুর) ইনতেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি ও গহরপুর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা মোসলেহুদ্দীন রাজু ইসলাম টাইমসকে এই খবর নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সোমবার সকাল ৮ টায় তিনি নিজ বাড়িতে ইনতেকাল করেন।

মাওলানা আবদুস সাত্তার রহ. জামিয়া কোরআনিয়া লালবাগের ছাত্র এবং প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হেদায়াতুল্লাহ রহ.-এর বিশিষ্ট শাগরিদ ছিলেন।

জামিয়া গহরপুর ছাড়াও তিনি হেমু দারুল উলুমসহ একাধিক মাদরাসার শায়খুল হাদিস ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। তিনি পরিবার পরিজন, অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা মুসলেহুদ্দীন রাজু মাওলানা আবদুস সাত্তার রহ.-এর মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

মরহুমের নামাজে জানাজা আজ সোমবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় হেমু দারুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

পূর্ববর্তি সংবাদরাজশাহীতে নির্বাচনী সহিংসতায় আহত একজনের মৃত্যু 
পরবর্তি সংবাদনির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছে : তোফায়েল আহমেদ