পশ্চিমা মিডিয়ার সংবাদ পক্ষপাতদুষ্ট : জয়

ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচন নিয়ে পশ্চিমা মিডিয়ার সংবাদ হতাশাজনক ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘সিএনএন, বিবিসি ও অন্যান্য পশ্চিমা মিডিয়া আমাদের দেশের সংবাদ, আমাদের দলের ও নির্বাচন কমিশনের সব বিবৃতি অগ্রাহ্য করেই নির্বাচন নিয়ে তাদের মত সংবাদ পরিবেশন করে যাচ্ছেন। যে কয়েকটি অনিয়মের ঘটনা ঘটেছে, যেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে। কিন্তু তারা বিরোধীদল, আনফ্রেল ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের অভিযোগের ভিত্তিতেই নিউজ করে যাচ্ছে। যা অত্যন্ত হতাশাজনক ও পক্ষপাতদুষ্ট।’

প্রসঙ্গত, বিবিসিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে (৩০-৩১ ডিসেম্বর)এ প্রকাশিত খবরের কয়েকটি শিরোনাম হল, ‘বাংলাদেশের নির্বাচন : সহিংসতার ভেতর দিয়ে চলছে ভোট গ্রহণ।’ ‘বিরোধীদলের পুন:নির্বাচনের দাবি, নির্বাচনে শেখ হাসিনার জয়’। আল জাজিরা, দ্য গার্ডিয়ান, রয়টার্সের শিরোনামও প্রায় একই ধরণের ছিল। তাদের শিরোনাম ছিল, ‘বাংলাদেশের নির্বাচনে ক্ষমতসীন দলের জয়, প্রহসন ও পাতানো নির্বাচন বলে বিরোধী দলের নির্বাচন প্রত্যাখ্যান।’

পূর্ববর্তি সংবাদসফল জীবনযাপনের কিছু সূত্র
পরবর্তি সংবাদইউনান প্রদেশের তিনটি মসজিদ বন্ধ করে দিয়েছে চীন