ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচনে পরাজিত হলে বিএনপি-জামায়াত ফলাফল মানে না। কোন যুক্তি ছাড়াই পুন:নির্বাচনের দাবি করে। হেরে গিয়ে পুন:নির্বাচনের দাবি করা তাদের পুরানো বদ অভ্যাস- বলেছেন জাসদ সভাপতি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদ কার্যালয় চত্বরে মহাজোটের নেতা ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি জামায়াতের রাজনৈতিক বিদায় ঘন্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ায় ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদসহ মহাজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
