ফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ৩০শে ডিসেম্বর প্রহসনের নির্বাচনে জনগণের মতামত প্রতিফলন ঘটেনি। তাই এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। এবং অনতিবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশবাসী দেখেছে নির্বাচনের নামে একটি তামাশা হয়েছে সারা দেশে। যেখানে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারেননি। ভোট ডাকাতির মাধ্যমে তারা পুনরায় ক্ষমতা দখল করেছে।

চরমোনাই পীর আরও বলেন, এ সরকারের কোনো জনপ্রিয়তা নেই। তারা জনগণের ভোট ছিনতাই করে বিজয়ী হয়েছে। সুতরাং এ নির্বাচন প্রত্যাখ্যান করতে হবে।

সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েতউদ্দীন, যুগ্ম মহাসচিব মাবুবুর রহমান, অধ্যাপক আশরাফ আলী আকন্দ, আমিনুর রহমান, আলহাজ আবদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফজলে বারী মাসউদ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদকথিত নির্বাচনে হেরেছে বাংলাদেশ ও ১৭ কোটি মানুষ : ড. কামাল
পরবর্তি সংবাদখাগড়াছড়িতে বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই ইউপিডিএফ কর্মী আটক