ইসলাম টাইমস ডেস্ক : আগামী বৃহস্পতিবার (৩ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্যতন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী ৩ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেবেন। তার আগেই নির্বাচন কমিশনের গেজেট হবে।
গত রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ করা হয়। গোলযোগের কারণে স্থগিত হওয়া একটি আসন বাদে ২৯৮টি আসনের ফল ওইদিন রাতে ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে ২৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ (নৌকা প্রতীক)।
ভোটে দিতে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং কারচুপির অভিযোগ তুলে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের অর্ধশতাধিক প্রার্থী রোববার ভোট চলাকালেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এরপর রাতে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান।
