হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি মাওলানা তারিক জামিল

তাবলিগ জামাতের অন্যতম মুরব্বি মাওলানা তারিক জামিল ‍হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  আজ মঙ্গলবার দুপুরে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে লাহোরের জোহর টাউনের একটি প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, মাওলানা তারিক জামিল হাসপাতালে ভর্তি হওয়ার পর তার এনজিওগ্রাফি করানো হয়েছে। তার হার্টে ব্লক ধরা পড়েছে। তার হার্টে এনজিওপ্লাস্টি (হার্টের ব্লক দূর) করাতে হবে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।

মাওলানা তারিক জামিল গত রাতে কানাডা থেকে দেশে ফেরেন এবং প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেন।

উল্লেখ্য, মাওলানা তারিক জামিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চান্নু জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি প্রথমে লাহোর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করেন। পরবর্তীতে দ্বীনি সংশ্রবে এসে নতুনভাবে দ্বীনি শিক্ষা লাভ করেন। তিনি জামিয়া আরাবিয়া রায়ওয়ান্ডে দ্বীনি শিক্ষা অর্জন করেন।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পূর্ববর্তি সংবাদপুলিশের কাছে ৪ শিক্ষার্থীর সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
পরবর্তি সংবাদইন্দোনেশিয়ায় গরিবদের জন্য গণবিয়ের আয়োজন