২৬ জানুয়ারি সাফারি পার্কে লেখক ফোরামের ভ্রমণ

ইসলাম টাইমস ডেস্ক : আগামী ২৬ জানুয়ারি বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই সাহিত্য ও আনন্দ ভ্রমণ হবে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে । এতে লেখক ফোরামের সদস্য, উপদেষ্টা এবং সুধীবৃন্দ অংশগ্রহণ করবেন।

ভ্রমণকারীরা সাফারি পার্কের রাইড ব্যবহার ও গ্যালারি ঘুরে দেখার সুযোগ পাবেন।

বরাবরের মতো এবারও থাকবে সাহিত্য ও আনন্দ প্রতিযোগিতা। উপস্থিত ছড়া লেখা, হাসিভরা ধাঁধাঁ, সাধারণ জ্ঞান, ইসলামি সঙ্গীত, লেখক যখন গায়ক, যেমন খুশি তেমন বলা, চেয়ার খেলা, বিস্কুট দৌড় এবং শরীর চর্চামূলক অন্যান্য আনন্দ খেলা। প্রতি পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এর বাইরেও ভ্রমণে অংশ নেয়া প্রত্যেকের জন্যই থাকবে আকর্ষণীয় উপহার সামগ্রী।

এই ভ্রমণে লেখক ফোরামের সদস্যরা অংশ নিতে পারবেন। তবে রেজিস্ট্রেশন ফি পরিশোধসাপেক্ষে প্রত্যেক সদস্য একজন করে গেস্ট (সদস্যের বাইরে) নিতে পারবেন। অংশগ্রহণেচ্ছুকদের ২০ জানুয়ারির মধ্যে ৮০০ টাকা বিকাশ অথবা নগদ পরিশোধ করে নাম নিবন্ধন করতে হবে।

পূর্ববর্তি সংবাদফার্মের মুরগীতে বিষাক্ত ক্রমিয়াম!
পরবর্তি সংবাদরাখাইনে বৌদ্ধ বিদ্রোহীদের হামলায় ১৩ পুলিশ নিহত