বাদ পড়লেন যেসব মন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয়ী হয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আগামীকাল সোমবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এবার মন্ত্রিসভার আকার হবে ৪৬ সদস্যের। এরমধ্যে মন্ত্রী হবেন ২৪, প্রতিমন্ত্রী ১৯ এবং উপমন্ত্রী ৩ জন। আজ রোববার তাদের ফোন করা হয়েছে শপথ নেয়ার জন্য।

৪৬ সদস্যের মন্ত্রিসভায় হেভিওয়েট প্রার্থীরা বাদ পড়েছেন। এমনকি আওয়ামী লীগের নেতৃত্বাধীন শরিক দলের কেউ মন্ত্রিসভায় ঠাঁই পায়নি। বাদ পড়েছেন যেসব হেভিওয়েট প্রার্থী-

আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ নাসিম, মুজিবুল হক, আসাদুজ্জামান নুর, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আবুল হাসান মাহমুদ আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন মঞ্জু, নারায়ণ চন্দ্র চন্দ।

আরও পড়ুন : মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা

পূর্ববর্তি সংবাদমুফতি আবদুস সালাম চাটগামী গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা
পরবর্তি সংবাদফিলিপাইনে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২৬