পশ্চিম আফ্রিকার গ্যাবনে সেনা অভ্যুত্থানের চেষ্টা

ইসলাম টাইমস ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনে রাষ্ট্রীয় বেতার কেন্দ্রে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে জুনিয়র সৈন্যরা। সোমবার ‘জাতীয় উদ্ধার পরিষদ’ গঠনেরও ঘোষণা দেয় তারা। তবে এর কয়েক ঘণ্টার পর গ্যাবন সরকারের মুখপাত্র জানিয়েছেন অভুত্থান চেষ্টার সঙ্গে জড়িত সৈন্যদের গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক। খবর আলজাজিরা ও বিবিসি’র

অবশ্য দেশটির তথ্যমন্ত্রী বলেছেন, দেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ ছাড়া বিদ্রোহীদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

বিবিসি জানায়, গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো অসুস্থ হয়ে দীর্ঘ দুই মাস ধরে মরক্কোতে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর কেন্দ্রস্থলে রাষ্ট্রীয় বেতার কেন্দ্রের চারদিক থেকে গুলির শব্দ শোনা যায় এবং এ কেন্দ্রের প্রবেশ পথ সামরিক গাড়ি বহর দিয়ে বন্ধ করে দেয়া হয়।

এক ভিডিওতে দেখা যায় বেতার কেন্দ্রটি দখল নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের ঘোষণা দেয় তরুণ তিন সৈন্য।

পরে এক বিবৃতিতে গ্যাবন সরকারের মুখপাত্র গাই-বারট্রান্ড মাপানগৌ বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্রোহী চার সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।’

পশ্চিম আফ্রিকার অন্য দেশগুলোর তুলনায় গ্যাবন অস্থিতিশীল নয়। ক্ষমতাসীন বঙ্গো পরিবার ৫০ বছর ধরে তেল সমৃদ্ধ দেশটি শাসন করছে। তবে সাম্প্রতিক সময়ে বর্তমান প্রেসিডেন্ট আলি বঙ্গোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। ২০০৯ সালে দেশটির ক্ষমতায় আসেন ওমর বঙ্গোর ছেলে আলি বঙ্গো। ২০১৬ সালে সহিংসতাপূর্ণ এক নির্বাচনে খুবই অল্প ব্যবধানে পুনরায় জয় পান আলি বঙ্গো। গত বছর হৃদরোগে আক্রান্ত বঙ্গোর এখন দেশের বাইরে চিকিৎসা চলছে।

 

পূর্ববর্তি সংবাদসুবর্ণচরের ধর্ষককে বিএনপির নেতা বানালেন সাবেক বিচারপতি মানিক
পরবর্তি সংবাদমিরপুরে যুবককে হত্যা