শতাধিক রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদি

ইসলাম টাইমস ডেস্ক : ভুয়া পাসপোর্ট ও কাগজপত্র ব্যবহার করে সৌদি আরবে পাড়ি জমানো কয়েকশ’ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদিআরব।

রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাতে রবিবার থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই(এমইই)-এর কাছে আসা ভিডিও ফুটেজ থেকে এ তথ্য জানা গেছে।

জেদ্দার শুমাইসি ডিটেনশন সেন্টারে পাঁচ থেকে ছয় বছর ধরে বন্দি রয়েছেন ওই রোহিঙ্গারা। সেখান থেকে তারা এমইইকে একটি ভিডিও ফুটেজ ও কয়েকটি অডিও রেকর্ড পাঠিয়েছে। এতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি গত ৫ থেকে ৬ বছর ধরে এখানে রয়েছি। কিন্তু তারা এখন আমাকে বাংলাদেশে পাঠাচ্ছে।’

ওই ব্যক্তি জানান, বাংলাদেশে ফেরত পাঠানোর বিরোধিতা করায় তাদের কয়েকজনকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে।

এদিকে, রোহিঙ্গাদের পাঠানো একটি অডিওতে শোনা যায়, ‘তারা (ডিটনেশন সেন্টারের কর্মকর্তারা) মাঝ রাতে আমাদের সেলে এসে ব্যাগ গোছাতে এবং বাংলাদেশে ফেরতের জন্য প্রস্তুত হতে বলেছেন। তারা আমাকে হাতকড়া পরিয়েছে এবং এখন আমরা অপেক্ষায় রয়েছি।’

পূর্ববর্তি সংবাদউজানির মাহফিল : কারী ইবরাহিম রহ.-এর শিক্ষার সৌরভ ছড়িয়ে পড়ে যেখানে
পরবর্তি সংবাদদুদকের ৬২ কর্মকর্তার পদোন্নতি