রাজনৈতিক দলগুলোকে আবারও সংলাপে ডাকবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের সব রাজনৈতিক দলের সাথে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী।

নির্বাচনের আগে যেসব দল ও জোট সংলাপে অংশ নিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আবার চিঠি দিয়ে সংলাপে ডাকবেন প্রধানমন্ত্রী। বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চার জেলার নেতাদের সঙ্গে এক বৈঠকের আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তবে কবে নাগাদ এ সংলাপ হতে পারে সে বিষয়টি স্পষ্ট করেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এক প্রশ্নে তিনি বলেন, সংলাপে আসলে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করতে পারি। বিএনপির প্রতি আমাদের অনুরোধটা রিনিউ করতে পারি। বলতে পারি, সংসদে আসুন। সম্পর্কটা রিনিউ করতে পারি।

নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থী করা ভুল ছিল বলে কামাল হোসেনের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, জামায়াত মানে বিএনপি, বিএনপি মানে জামায়াত। কামাল হোসেন সাহেব জেনেশুনে কেন ভুল করলেন? এই ভুলের খেসারত তাকেই দিতে হবে।

পূর্ববর্তি সংবাদব্যাখ্যা দেওয়ার পরও বিবৃতি দিয়ে আল্লামা শফীর বক্তব্যের সমালোচনা করলেন ফখরুল
পরবর্তি সংবাদআগামীকালের মধ্যে শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ : বিজিএমইএ